ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইংল্যান্ডে মাথায় গুলি করে ভারতীয় ছাত্রকে খুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, ডিসেম্বর ২৭, ২০১১
ইংল্যান্ডে মাথায় গুলি করে ভারতীয় ছাত্রকে খুন

ম্যানচেস্টার: ফের সাগরপারে ভারতীয় ছাত্র-যুবকের ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল। তবে অস্ট্রেলিয়া, কানাডা বা আমেরিকা নয়।

বধ্যভূমি এবার ইংল্যান্ড।

মঙ্গলবার ম্যানচেস্টারের সালফোর্ডে ২৩ বছরের ভারতীয় যুবক অনুজ বিধভে`কে গুলি করে মারল এক দুষ্কৃতি। তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কপালের মাঝখানে গুলি করা হয়। অনুজ মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, হত্যাকারী ১৭ বছরের একজন শ্বেতাঙ্গ কিশোর। তাকে গ্রেফতার করা হয়েছে। মাইক্রো ইলেকট্রনিকসে স্নাতক অনুজ ল্যাংকাস্টার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

ম্যানচেস্টার পুলিশের কাছে খবর ছিল, ধূসর রঙের হুড দেওয়া জ্যাকেট পরা এক কিশোর এই হামলা চালায়। সেই খবরের ভিত্তিতেই গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় নয়জন ভারতীয় ছাত্র ম্যানচেস্টার সিটি সেন্টারের দিকে হেঁটে যাচ্ছিল। হঠাৎই রাস্তার পাশ থেকে ছুটে এসে পথ আটকে দাঁড়ায় আততায়ী কিশোরটি। তারপর অনুজকে লক্ষ্য করে কিছু বলে। মিনিট খানেক কথা কাটাকাটির মধ্যেই কোমর থেকে পিস্তল বের করে অনুজকে লক্ষ্য করে গুলি চালায় সে। অতর্কিত হামলার সময় বাকিরা কিছু বুঝে ওঠার আগেই ভিড়ের মধ্যে গা ঢাকা দেয় ছেলেটি।

প্রত্যক্ষদর্শীদের বয়ানে এটা পরিষ্কার, ডাকাতি, চুরি বা ছিনতাইয়ের জন্য এই হামলা হয়নি। আততায়ীর সেরকম কোনও উদ্দেশ্যও ছিল না। এমনকি আততায়ী অনুজের পূর্বপরিচিতও নয়। পুরনো কোনও শত্রুতার জেরও এতে নেই। তাই স্বভাবিকভাবেই খুনের মোটিভ নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। প্রবাসী ভারতীয়দের একাংশের অভিযোগ, স্রেফ বর্ণবিদ্বেষের কারণেই এই হমলা চালানো হয়েছে। সম্প্রতি ভারতীয় ও দক্ষিণ এশীয়দের ওপর বিচ্ছিন্নভাবে একাধিক বর্ণবিদ্বেষী হামলা ঘটনা ঘটেছে ব্রিটেনে।

ম্যানচেস্টারের পুলিশ সুপার কেভিন মুলিগান জানিয়েছেন, ‘এটা মর্মান্তিক ঘটনা। পুরো ঘটনায় তারা স্তম্ভিত। বন্দুকসহ যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে কড়া হাতে তাদের মোকাবিলা করা হবে। আটক কিশোরকে জেরা করা হচ্ছে। শীগগিরই আদালতে তাকে তোলা হবে। ভারতে অনুজের পরিবারের কাছে সবকিছু জানিয়ে পুলিশের পক্ষ থেকে শোকবার্তা পাঠানো হয়েছে। আততায়ীর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা জানতে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।