বেইজিং: চীন তাদের উদ্ভাবিত একটি নতুন দ্রতগামী ট্রেনের পরীক্ষা চালিয়েছে। এই সপ্তাহের প্রথম দিকে চালানো পরীক্ষায় ট্রেনটি ঘণ্টায় প্রায় ৫০০ কিলোমিটার দুরত্ব অতিক্রম করে।
উচ্চগতির ট্রেন নির্মাণে চীনের উচ্চভিলাষী প্রকল্প বাস্তবায়নের পথে এই ট্রেনটির উদ্ভাবন দেশটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলে ধারণা করছেন বিশ্লেষকরা। যদিও দেশটিতে দ্রুত গতির ট্রেন চলাচলের নেটওয়ার্কে বেশকিছু সমস্যা এখনও লক্ষ্য করা যায়।
নতুন এই ট্রেনটিকে চীনের সবচেয়ে বড় ট্রেন প্রস্তুতকারক কোম্পানি সিএসআরেরর একটি সহযোগী প্রতিষ্ঠান তৈরি করেছে বলে জানা যায়। ট্রেনটির নকশা পরিকল্পনা করার সময় চীনের প্রাচীন কালের একটি তলোয়ারের নমুনাকে অনুসরণ করা হয় বলে জানায় চীনের বার্তা সংস্থা। এই ট্রেনটি চীনের বর্তমান উচ্চগতির রেলওয়ে ব্যবস্থায় নতুন গতির সঞ্চার করবে বলে জানায় সংবাদ সংস্থাটি।
তবে ভবিষ্যতে চীনের আর এর থেকে বেশি গতির ট্রেনের প্রয়োজন বলে মন্তব্য করে নির্মাতা প্রতিষ্ঠান সিএসআর এর চেয়ারম্যান জাও জিয়াওগাং বেইজিং এর একটি সংবাদ সংস্থাকে বলেন তাদের বর্তমান উদ্দেশ্য হল রেলওয়ে পরিবহন ব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত করা।
বর্তমান বছরটিতে চীনের রেলওয়ে পরিসেবাখাত কঠিন সময় অতিক্রম করেছে। চীনে এই বছরের জুলাইয়ে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষের ফলে ৪০ জন মানুষ নিহত এবং বহু লোক আহত হয়। এরপর থেকে চীনে নতুন করে উচ্চগতির ট্রেন নির্মাণ বন্ধ ছিল। এছাড়া গত ফেব্রুয়ারিতে দেশের উচ্চপ্রযুক্তির দ্রতগতি সম্পন্ন ট্রেন নির্মাণ শিল্পের পথিকৃত হিসেবে বিবেচিত চীনের রেলমন্ত্রী লিউ ঝি জুনকে দুর্নীতির অভিযোগে তার পদ থেকে অপসারিত হন। যদিও তার বিরুদ্ধে অভিযোগ এখনও আদালতে উত্থাপন করা হয়নি।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১