ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কাতারে তালেবানের লিয়াজোঁ অফিস, কারজাইয়ের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, ডিসেম্বর ২৮, ২০১১
কাতারে তালেবানের লিয়াজোঁ অফিস, কারজাইয়ের সমর্থন

কাবুল: কাতারে তালেবানের লিয়াজোঁ অফিস চালুর ব্যাপারে সমর্থন দিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। শান্তির পথে ফিরে আসতে আগ্রহী তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে নেওয়ার পথে এই লিয়াজো অফিস সহায়ক হবে বলে মনে করছেন কারজাই।



গত মঙ্গলবার একটি বিবৃতির মাধ্যমে এই সমর্থনের কথা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট।

তবে এই পরিকল্পনা মূলত যুক্তরাষ্ট্রের। এর আগেও উপসাগরীয় রাষ্ট্র কাতারে তালেবানের একটি কার্যালয় স্থাপনের পরিকল্পনার কথা বলেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই প্রথম প্রকাশ্যে এরকম কোনও পরিকল্পনায় সমর্থন জানালেন কারজাই।

এর আগে যুক্তরাষ্ট্র এবং জার্মানি তাকে ছাড়াই এরকম পরিকল্পনা করায় ক্ষুব্ধ হয়ে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন কারজাই।

তবে এখনও পর্যন্ত তালেবানের পক্ষ থেকে এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আফগানিস্তানে দশকব্যাপী তালেবান বিরোধী যুদ্ধে ক্লান্ত যুক্তরাষ্ট্র, জার্মানি এবং তাদের মিত্র দেশগুলো এখন এর একটা রাজনৈতিক সমাধান খুঁজছে।

সরকারের সঙ্গে তালেবানের শান্তি প্রক্রিয়া কার্যকরভাবে শুরু করতে আফগানিস্তানের বাইরে তালেবানের একটি স্বীকৃত কার্যালয় স্থাপনের পক্ষে কথা বলছে তারা।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।