মস্কো: উত্তর কোরিয়ার সদ্য প্রয়াত নেতা কিম জং ইলের শেষকৃত্য অনুষ্ঠান চলছে। রাজধানী পিয়ংইয়ংয়ে বুধবার সকাল থেকেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বলে রুশ বার্তা সংস্থা ইতার-তাস জানিয়েছে।
আন্তর্জাতিক অঙ্গন থেকে অনেকটা বিচ্ছিন্ন রাষ্ট্র উত্তর কোরিয়ায় এই শেষকৃত্য অনুষ্ঠান কভার করার জন্য শুধু রাশিয়ার এই গণমাধ্যমকেই অনুমতি দেওয়া হয়েছে।
ইতার-তাস জানিয়েছে, আনুষ্ঠানিকতার প্রথম পর্ব কুমসুসান মেমোরিয়াল প্যালাসে শুরু হয়। এই প্রাসাদেই উত্তর কোরিয়ার
এই স্ট্রং ম্যানের মরদেহ কাচের কফিনে রাখা হয়েছে।
উত্তর কোরিয়ার সব গণমাধ্যম এই প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে, পাতাজুড়ে খবর প্রকাশ করেছে। কিন্তু তারা জানায়নি, ঠিক কোথায় শেষকৃত্য অনুষ্ঠান করা হবে।
এদিকে বুধবার সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে শোকের ভিডিও সম্প্রচার করা হয়েছে। তবে মেমোরিয়াল প্যালেসে ওই শোকের দৃশ্য কবে কখন ধারণ করা হয়েছে তা স্পষ্ট বুঝা যাচ্ছে না।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কাচের কফিনে কিম জং ইলের মরদেহ রাখা আছে। আর পুরো কফিন ‘কিমজংগিলিয়া’ ফুলে ঢাকা। আর শত শত মানুষ শোকের মাতন করছে।
এছাড়া, এই প্রয়াত নেতার জীবনের কিছু ভিডিও ফুটেজও সম্প্রচার করেছে টিভিটি।
উত্তর কোরিয়ার তার এই নেতার শেষকৃত্য নিয়ে নির্দিষ্ট করে কিছুই আগে বলেনি, এখনও বলছে না। এমনকি অনুষ্ঠানে কোনও বিদেশি অতিথিকেও আমন্ত্রণ করা হয়নি।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর উত্তর কোরিয়ার লৌহমানব কিম জং ইল হার্ট অ্যাটাকে মারা যান। এর পরই তার উত্তরসূরী হিসেবে তারই ছেলে কিম জং উনের নাম জোরেসারে প্রচার করছে উত্তর কোরীয় গণমাধ্যম।
চীন-রাশিয়াসহ আরো কয়েকটি দেশ অবশ্য তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১