ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্যান্সার আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, ডিসেম্বর ২৮, ২০১১
আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্যান্সার আক্রান্ত

বুয়েনস এইরেস: আর্জেন্টিনার জনপ্রিয় নারী প্রেসিডেন্ট ক্রিস্তিনা ফার্নান্দেস দি কির্চনার মরণরোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। আগামী ৪ জানুয়ারি তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।



বুধবার সরকারিভাবে এই খবর প্রকাশ করা হয়েছে।

প্রেসিডেন্টের মুখপাত্র আলফ্রেদো স্ককসিমারো জানান, প্রেসিডেন্টের থাইরয়েড গ্রন্থি ক্যান্সার আক্রান্ত হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় রয়েছে, শরীরের অন্যান্য স্থানে এখনও ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েনি। গত ২২ ডিসেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তার শরীরে ক্যান্সারের অস্তিত্ব ধরা পড়ে।

৫৮ বছর বয়সী আর্জেন্টিনার এই নারী প্রেসিডেন্ট মাত্র কিছুদিন আগে অনুষ্ঠিত নির্বাচনে বিপুলভোটে ২য় মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

তার স্বামী আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট নেস্তর কির্চনার গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

মুখপাত্র আরও জানান, অস্ত্রোপচারের পরবর্তী ২০ দিনের জন্য প্রেসিডেন্ট তার দায়িত্ব ভাইসপ্রেসিডেন্ট আমাদো বোওদোর কাছে সমর্পণ করবেন।

এদিকে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি রাজধানী বুয়েনস এইরেস থেকে জানান,  প্রেসিডেন্টের  শরীরে ক্যান্সার ধরা পড়ার খবরে রাজধানীতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রেসিডেন্ট র্কিচনারের ক্যান্সার আক্রান্ত হওয়া লাতিন আমেরিকার দেশগুলোর নেতাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনায় সাম্প্রতিক সংযোজন।

এর আগে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ, প্যারাগুয়ের নেতা ফার্নান্দো লুগো এবং ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভাও ক্যান্সার আক্রান্ত। তারা বর্তমানে চিকিৎসাধীণ রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।