ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের গাড়ি সম্পর্কে জানলে মাথা ঘুরে যাবে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
ট্রাম্পের গাড়ি সম্পর্কে জানলে মাথা ঘুরে যাবে!

মার্কিন প্রেসিডেন্টের গাড়ি কেমন হতে পারে, কতটা নিরাপদ হতে পারে সে সম্পর্কে হয়তো অনেকে আন্দাজ করতে পারেন। কিন্তু সে গাড়ি সম্পর্কে সবকিছু জানলে আপনার চোখ কপালে উঠে যাবে নয়তো মাথা ঘুরে যাবে!

আগামী ২৪ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন ট্রাম্প। তার সঙ্গে উড়োজাহাজে করেই আসছে তার গাড়ি ‘দ্য বিস্ট’।

ওই গাড়িতে করেই তিনি ভারত সফর করবেন।  

চলুন জেনে নেওয়া যাক আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের সেই গাড়ি সম্পর্কে।   

গাড়িতে আছে কাচ ও পলিকার্বনেট দিয়ে তৈরি পাঁচ স্তরের জানালা। চালকের দিকে জানালা ছাড়া কোনো জানালা খোলা যায় না। চালকের পাশের জানলার কাচ মাত্র তিন ইঞ্চি নামানো যায়। বুলেট প্রুফ জ্যাকেট ভেদ করে যাবে এমন বুলেটও এই গাড়ির জানলার কাচ ভেদ করতে পারবে না।

স্টিল, টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম এবং সেরামিকস‌্-এর কম্বিনেশনে তৈরি এই গাড়ি বডি, যা পাঁচ ইঞ্চি মোটা এবং অত্যন্ত শক্ত।

গাড়ির মধ্যেই পাম্প অ্যাকশন শটগানস‌্, কাঁদানে গ্যাস এবং‌ জরুরি অবস্থার জন্য প্রেসিডেন্টের জন্য সব সময় মজুত রাখা হয় রক্তের ব্যাগ। আছে অগ্নিনির্বাপন যন্ত্র।

বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চালক এই গাড়ি চালান। মার্কিন সিক্রেট সার্ভিস থেকে চালক বেছে নেওয়া হয়। যে কোনও পরিস্থিতিতে সুদক্ষভাবে গাড়ি চালাতে উস্তাদ চালক বিপদের আঁচ পেলেই দ্রুত প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে নিতে পারেন। চোখের পলকে গাড়ি ১৮০ ডিগ্রি ঘোরাতে পারেন।  

গাড়ির সামনে আছে কাঁদানে গ্যাসের গ্রেনেড লঞ্চার এবং নাইট ভিশন ক্যামেরা।

প্রেসিডেন্টের গাড়ির গতিবিধির ওপর সরাসরি যোগাযোগ রাখে পেন্টাগন। গাড়িতে লাগানো আছে শক্তিশালী স্যাটেলাইট ফোন। পেন্টাগনের সঙ্গে যোগাযোগ রাখতে তিনি এ ফোন ব্যবহার করেন। প্রেসিডেন্ট ছাড়াও পিছনের আসনে আরও চার ব্যক্তি বসতে পারেন।  

চালক এবং প্রেসিডেন্টের আসনের মধ্যে একটি কাচের পার্টিশন আছে। প্রেসিডেন্ট চাইলে ওই পার্টিশন নামাতে পারেন। এছাড়া আছে প্যানিক বোতাম, অক্সিজেন সরবরাহের ব্যবস্থা।  

গাড়ির জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরণ প্রতিরোধক। সরাসরি ট্যাঙ্কের মধ্যে হামলা হলেও কোনও বিস্ফোরণ হবে না।

স্টিল রিমের টায়ার কখনও ফাটবে না। ফাটরেও গাড়ি চলতে কোনো সমস্যা হবে না।  

লাগানো আছে অত্যাধুনিক সেন্সর। কোনও রকম নিউক্লিয়ার, কেমিক্যাল বা বায়োলজিক্যাল হামলার আগেই ওই সেন্সরে ধরা পড়ে যাবে।  

তার মানে বোমা মেরেও ওই গাড়ি উড়িয়ে দেওয়া যাবে না।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।