ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা ভাইরাসে ইরানে আরও ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
করোনা ভাইরাসে ইরানে আরও ২ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৪।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার ইরানে আরও দু’জন মারা গেছেন।

চীনের মূল ভূখণ্ডের বাইরে ইরানেই মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

দেশটির মেডিক্যাল সায়েন্স ইউনিভার্সিটি অব সাভেহর প্রধান বলেন, পরীক্ষা করে দেখা গেছে মৃত দু’জন নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত ৬১ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

সংক্রমণ ঠেকাতে সব শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাবেশের স্থান বন্ধ রেখেছে ইরান। ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে দেশটি।

এদিকে মঙ্গলবার পর্যন্ত বিশ্বজুড়ে ৮০ হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে চীনের মূল ভূখণ্ডে আক্রান্তের সংখ্যা ৭৭ হাজারেরও বেশি এবং মৃত্যু হয়েছে ২৬৬৩ জনের। এছাড়া, দক্ষিণ কোরিয়ায় মৃত্যু হয়েছে নয়জনের। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২৭শ’ ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।