ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের স্বাস্থ্য উপমন্ত্রী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
ইরানের স্বাস্থ্য উপমন্ত্রী করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের স্বাস্থ্য উপমন্ত্রী ইরাজ হিরিচ্চি। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

ইরানে কারোন ভাইরাস শনাক্ত হওয়ার পর দ্রুত পদক্ষেপ নিতে যারা সামনে এগিয়ে এসেছিলেন হিরিচ্ছি তাদের মধ্যে অগ্রবর্তী।

এর আগে সোমবার (১৪ ফেব্রুয়ারি) করোনা ভাইরাসে ইরানে ৫০ জন মৃত্যুর খবর প্রকাশ করে দেশটির সংবাদমাধ্যম আইএলএনএ।

প্রকাশের পর ওই সংবাদের তথ্য সঠিক নয় দাবি করেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরিচ্চি বলেন, যদি এর অর্ধেকও মারা যায় (ওই সময়ে), তাহলে আমি পদত্যাগ করবো।

আর পদত্যাগের হুঁশিয়ারি দেওয়ার একদিনের মধ্যে নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

কোভিড-১৯ রোগে ইরানে শেষ খবর পর্যন্ত ৬১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫ জন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।