ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে ডাকা উচিত: কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, ফেব্রুয়ারি ২৬, ২০২০
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে ডাকা উচিত: কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, পুলিশ কোনোভাবেই এ সহিংসতা নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই সেনাবাহিনী ডাকা উচিত।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভে উত্তর-পূর্ব দিল্লিতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটছে। এ পরিপ্রেক্ষিতে এ বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ কথা বলেন কেজরিওয়াল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) থেকে চলমান সিএএ বিরোধী বিক্ষোভে সংঘর্ষে দিল্লি পুলিশের এক সদস্যসহ ২০ জন নিহত হয়েছেন। এছাড়া, আরও অনেকে আহত হয়েছেন।

এক টুইটে কেজরিওয়াল বলেন, অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। পরিস্থিতি ভীতিকর। সর্বোচ্চ চেষ্টা করেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বা আস্থা ফিরিয়ে আনতে পারছে না। শিগগিরই ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে কারফিউ জারি করা এবং সেনাবাহিনীকে ডাকা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রীকে এ আহ্বান জানিয়ে লিখবো আমি।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।