ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কোথায় ছিলেন অমিত শাহ, তার পদত্যাগ করা উচিত: সোনিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
কোথায় ছিলেন অমিত শাহ, তার পদত্যাগ করা উচিত: সোনিয়া অমিত শাহ ও সোনিয়া গান্ধী

ভারতের দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে সহিংসতার পরিপ্রেক্ষিতে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিরোধীদল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সোনিয়া গান্ধী জানান, সহিংসতার ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে দায়ী।

কংগ্রেস অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছে।

সংবাদ সম্মেলনে কংগ্রেস প্রধান প্রশ্ন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? পরিস্থিতির অবনতি হচ্ছে দেখেও কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নেয়নি।

এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিল্লিতে সিএএ আইনকে কেন্দ্র করে আইনটির সমর্থক ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ২০ জন নিহত ও দেড় শতাধিক লোক আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।