নয়াদিল্লি: হিন্দুদের ধর্মগ্রন্থ ভগবত গীতা নিষিদ্ধ করার সাইবেরীয় আদালতের নির্দেশের বিরুদ্ধে লড়ার প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় আইনজীবীরা। তাদের সঙ্গে জাতিসংঘের সঙ্গে কাজ করে এমন আইনজীবী সংগঠনসহ আন্তর্জাতিক আইনবিদরাও যোগ দিয়েছেন।
সম্প্রতি সাইবেরিয়ার তোমস্ক শহরের একটি আদালত রাশিয়ায় ভগবত গীতা নিষিদ্ধ করার নির্দেশ দেন। বুধবার এ ব্যাপারে চূড়ান্ত আদেশ আসতে পারে।
ওই প্রদেশের আইনজীবীরা যারা এই প্রস্তাব আদালতে এনেছেন, তাদের বিরুদ্ধে লড়ার প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় আইনজীবীরা।
আন্তর্জাতিক ফোরামের মধ্যে এনজিও কমিটি অন স্পিরিচুয়ালিটি, ভ্যালুস অ্যান্ড গ্লোবাল কনসার্নস হিন্দু ধর্মশাস্ত্র ভগবত গীতা এবং রাশিয়াতে হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষে তোমস্কি আদালতে আবেদন করেছে।
ইতোমধ্যে তারা তোমস্কি শহরের লেনিনস্কি জেলা আদালতের কেন্দ্রীয় বিচারক জেই বুতেনকোকে লিখেছে। এই কমিটির চেয়ারম্যান শ্যারন হ্যামিলটন গেৎজ বলেছেন, ‘রাশিয়াতে ভগবত গীতার ব্যাপারে আদালতের আদেশের প্রেক্ষিতে আমরা খোলা মনে এর প্রতিক্রিয়া সম্পর্কে ভেবেছি। আমরা এই পবিত্র ধর্মগ্রন্থ এবং এ রায়ের ফলে যারা দুর্ভোগে পড়বে তাদের পক্ষে দাঁড়াতে চাই। ’
আদালতে পেশ করা আবেদনে হ্যামিলটন গেৎজ আরও উল্লেখ করেছেন, ইউএন চার্টার এবং ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস (ইউডএইচআর) এ উল্লেখিত মূল নীতি এবং উদ্দেশ্য- আন্তর্জাতিক মানবাধিকার সনদ এবং বিশ্বব্যাপী মানবাধিকার উন্নয়নে একটি আইনি বাধ্যবাধকতাকে উৎসাহিত করে।
এদিকে ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী মনজ কুমার, তিনি আবার সোসাইটি অব ইন্ডিয়ান ল ফার্মের (এসআইএলএফ) সাধারণ সম্পাদক, রুশ আদালতের ওই আদেশের বিরুদ্ধে একটি নোট তৈরি করেছেন।
তিনি রাশিয়ার বিভিন্ন আইনের উল্লেখ করে দেখিয়েছেন, তারা সে দেশের নাগরিকদের ব্যাপারে এমন বৈষম্যমূলক আইন করতে পারে না।
ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী কেভি ধনঞ্জয়ের নেতৃত্বে আরেকটি আইনজীবী জোট আবার এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণকে চিঠি লিখেছেন। তোমস্ক আদালতের এমন উদ্যোগের বিরুদ্ধে ভারত সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
রাশিয়ার মানবাধিকার ন্যায়পালও গীতা নিষিদ্ধ করার বিপক্ষে আবেদন জানিয়েছেন। এ ব্যাপারে রায় ঘোষণার আগে তোমস্ক আদালতে এই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত জুনে সাইবেরিয়ার তোমস্ক শহরের আদালত রাশিয়াতে ভগবত গীতা নিষিদ্ধের উদ্যোগ নেয়।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১