ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে কমেছে পরিবেশ দূষণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, মার্চ ১, ২০২০
চীনে কমেছে পরিবেশ দূষণ

করোনা ভাইরাসের কারণে এর ভয়াবহতা থেকে জানমাল রক্ষায় প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিভিন্ন শহর সিলগালা করে দেয় চীন। ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয় যানবাহন চলাচল, কলকারখানা। এতে একদিকে চীনে ভাইরাসটির বিস্তার ঠেকানো যেমন সম্ভব হয়েছে, অন্যদিকে কমেছে পরিবেশ দূষণও।

আর এসব পদক্ষেপের কারণে চীনে পরিবেশ দূষণ কমে যাওয়ার এক চিত্র রোববার (০১ মার্চ) প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা এবং ইউরোপীয়ান মহাকাশ সংস্থা।

আগের ও বর্তমান পরিস্থিতির দুটি চিত্র পাশাপাশি প্রকাশ করে তাতে তুলে ধরা হয় দূষণ থেকে চীনের পরিবেশ উন্নতির বিষয়টি।

এ বিষয়ে ফেই লু নামে নাসার এক গবেষক বলেন, ভাইরাস মোকাবিলায় কর্তৃপক্ষের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে এই প্রথমবার পরিবেশের এমন ‘নাটকীয়’ উন্নতির চিত্রের অভিজ্ঞতার মুখোমুখি হলাম আমি।

উপগ্রহ চিত্রে আগের ও বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছেকরোনা ভাইরাস অর্থ্যাৎ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে শনিবার আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। ফলে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৯ জনে। চীনে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন আরো ৫৭৩ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৬ হাজার ৫২৯ জনে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।