ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অবরোধ হলে হরমুজ প্রণালী বন্ধ: ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, ডিসেম্বর ২৮, ২০১১
অবরোধ হলে হরমুজ প্রণালী বন্ধ: ইরান

তেহরান: পশ্চিমারা অবরোধ আরোপ করলে হরমুজ প্রণালী দিয়ে একফোঁটা যেতে দেবে না ইরান। গত মঙ্গলবার এই হুঁশিয়ারি দিয়েছে পারস্য উপসাগরে ব্যাপক নিয়ন্ত্রণের ক্ষমতাধারী এই দেশ।



ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা রাহিমি বলেছেন, পশ্চিমারা ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে ইরান হরমুজ প্রণালী দিয়ে একফোঁটা তেলও বাইরে যেতে দেবে না।

তেল সমৃদ্ধ পারস্য উপসাগরের প্রবেশমুখ এই হরমুজ প্রণালী।

হরমুজ প্রণালীর নিকটে নৌমহড়া শুরুর চারদিন পর পশ্চিমাদের এই ধরনের হুঁশিয়ারি দিল ইরান।

ইরানের ইচ্ছে করে কারও সঙ্গে বিবাদে জড়াতে চায় না উল্লেখ করে ভাইস প্রেসিডেন্ট রেজা রহিমি বলেন, পশ্চিমারা ইরানের ওপর অবরোধ আরোপের সিদ্ধান্ত ত্যাগ করবে না। শত্রুর পেছনে লাগলে তবেই তারা পিছপা হতে বাধ্য হয়।

পৃথিবীর তেলবাহী ট্যাংকারগুলোর এক-তৃতীয়াংশকে কোনও না কোনভাবে হরমুজ প্রণালী অতিক্রম করতে হয়। তাই বিশ্বের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথের ওপর নিজের খবরদারি প্রতিষ্ঠা করতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে পারস্য উপসাগরীয় এলাকায় ব্যাপক সংখ্যক সেনা মোতায়েন করে রেখেছে।

একাজে ইয়েমেন, জর্দান এবং কাতারের মতো উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।