ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলা, হতাহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, ডিসেম্বর ২৮, ২০১১
গাজায় ইসরায়েলি হামলা, হতাহত ১১

গাজা: হামাস নিয়ন্ত্রিত গাজা উপতক্যায় আবারও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ফিলিস্তিনী কর্তৃপক্ষ জানিয়েছে, গত মঙ্গলবার গাজায় ইসরায়েলি বিমান  হামলায় একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে।



ইসরায়েলি বিমান থেকে নিক্ষিপ্ত রকেট একটি গাড়িতে আঘাত হানলে গাড়িটির পাশে দাঁড়ানো এক মোটর সাইকেল আরোহী নিহত হন।

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব প্রতিরোধ গ্রুপ ইসলামিক জিহাদ নিহত ব্যক্তিকে তাদের সাবেক সদস্য বলে দাবি করেছে।

একই সময়ে হামাস কর্তৃপক্ষের পুলিশের গাড়ি লক্ষ্য করে পরিচালিত বিমান হামলায় একজন পুলিশ কর্মকর্তাসহ চার ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছে।

গাজার হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রথম বিমান হামলায় নিহত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল তেলবানি । ২২ বছর বয়সী এই তরুণ গাজা উপতক্যার উত্তরে জাবালিয়া শরনার্থী শিবিরে ইসরায়েলি হামলায়  নিহত হন।

ফিলিস্তিনের প্রতিদ্বন্দ্বী দুই প্রধান পক্ষ হামাস এবং ফাতাহ পারস্পরিক কলহ মিটিয়ে ফেলতে একটি  সমঝোতায় উপণীত হতে যাওয়ার মূহুর্তে  ইসরায়েল উদ্দেশ্যমূলকভাবে এই হামলা চালিয়েছে বলে অনেকের অভিযোগ।

২০১১ এর মে তে দুই পক্ষ পারস্পরিক বিবাদ মিটিয়ে ফেলতে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করলেও চুক্তিটি এখনও বাস্তবায়নের অপেক্ষায় আছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।