ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হোসনি মোবারকের বিচার ফের শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, ডিসেম্বর ২৮, ২০১১
হোসনি মোবারকের বিচার ফের শুরু

কায়রো: গণআন্দোলনে ক্ষমতাচ্যুত মিশরের সাবেক একনায়ক হোসনি মোবারকের বিচারকাজ আবার শুরু হয়েছে।

দীর্ঘ এক মাস বিরতির পর বুধবার দেশটির বর্তমান কর্তৃপক্ষ সাবেক এই একনায়কের বিচারকাজ ফের শুরু করল।



এদিন মোবারককে কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে আদালতে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাম্বুলেন্স থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় মোবারককে কম্বলে মুড়িয়ে স্ট্রেচারে শুইয়ে নিয়ে যাওয়া হয়।

রাজধানীর উপকণ্ঠে একটি পুলিশ একাডেমিতে স্থাপিত বিশেষ আদালতে মোবারকের বিচার অনুষ্ঠিত হচ্ছে। সম্ভাব্য পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আদালতস্থলের আশেপাশে প্রায় ৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

আদালত প্রাঙ্গণের বাইরে মোবারক বিরোধী আন্দোলনের সময় নিহতদের ছবি নিয়ে আত্মীয়-স্বজনদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এই বিচারকে প্রহসন বলে আখ্যা দিয়েছেন নিহতদের আত্মীয়-স্বজনরা।

 তবে মোবারকের অল্প কিছু সমর্থককেও সেখানে তার ছবি সম্বলিত ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

মিশরে গণআন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে ৮৩ বছর বয়সী এই সাবেক একনায়ক  মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে পারেন।

মোবারককে ক্ষমতাচ্যুত করতে গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া গণআন্দোলনে তার অনুগত নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় ৮৫০ জন বিক্ষোভকারী নিহত হয়।

বুধবার সেনাবাহিনীর বর্তমান চিফ অফ স্টাফ লেফট্যানান্ট জেনারেল সামি হাফেজ আনানের আদালতে সাক্ষ্য দেওয়ার কথা ছিল।
তবে কৌশলগত কারনে তার সাক্ষ্য প্রদান স্থগিত করা হয় বলে জানান আদালত।

জেনারেল সামিকে মিশরের বর্তমান ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।