দামেস্ক: সিরিয়ার সরকার দেশটিতে চলমান সরকারবিরোধী আন্দোলনের সময় আটক ৭৫৫ জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে।
ঘোষিত ব্যক্তিরা নয়মাসব্যাপী চলমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়।
বন্দীদের মুক্তির ঘোষণা দেওয়ার সময় রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার বলা হয়, এই বন্দীরা সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে জড়িত থাকলেও তাদের হাত সিরীয়দের রক্তে রঞ্জিত নয়।
জাতিসংঘ দাবি করছে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে প্রায় ১৪ হাজার লোককে আটক করা হয়েছে । এছাড়া সেখানে এ যাবৎ ৫ হাজার লোক নিহত হয়েছে বলেও জানায়।
সিরিয়ার সহিংসতা বন্ধে আরব লিগের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার মধ্যে অন্যতম হল, নিরাপত্তা বাহিনীর হাতে আটক সব রাজনৈতিক বন্দীর মুক্তি। আরব লিগের পর্যবেক্ষকরা এ মুহুর্তে দেশটি সফর করছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার বলা হয়, যারা কারও রক্ত ঝরানোর সঙ্গে জড়িত নয় শুধূ তাদেরই ছেড়ে দেওয়া হবে। তবে এই বন্দীদের কোথায় গ্রেপ্তার করা হয়েছে এবং কোথায় রাখা হয়েছে সে ব্যাপারে কিছু বলা হয়নি।
গত নভেম্বরেও সরকার ১১৮০ জন বন্দীর মুক্তির ঘোষণার সময় একই ধরনের বিবৃতি দিয়েছিল।
ডিসেম্বরের প্রথম দিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাই বলেছিনে, সিরিয়ায় আন্দোলন শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় দশ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং দেশটিতে ১৪ হাজার লোক এখনও নিরাপত্তা বাহিনীর হাতে আটক ।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১