ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়াঙ্গুনে বিস্ফোরণে নিহত ১৭, আহত ৮০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৯, ডিসেম্বর ২৯, ২০১১
ইয়াঙ্গুনে বিস্ফোরণে নিহত ১৭, আহত ৮০

ইয়াঙ্গুন: মিয়ানমারের রাজধানী ‌ইয়াঙ্গুনের শিল্প এলাকায় বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত ও ৮০ জন আহত হয়েছে বলে জানিয়েছে মিয়ানমার পুলিশ। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।



পুলিশ নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী। নিহতদের মধ্যে ৩ দমকল কর্মীও আছেন বলেন পুলিশ দাবি করেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রাসায়নিক গুদামে আগুন লাগলে বিস্ফোরণ ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের গুদামে একই ধরনের আরও কয়েকটি বিস্ফোরণ ঘটে।

এ সময় ইয়াঙ্গুন দমকলের সবগুলো ইউনিট থেকে কর্মীরা গাড়ি নিয়ে ছুটে আসেন এই নেভাতে। পাশ্ববর্তী শিপইয়ার্ড ও ফ্যাক্টরি থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।  

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।