ইয়াঙ্গুন: মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের শিল্প এলাকায় বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত ও ৮০ জন আহত হয়েছে বলে জানিয়েছে মিয়ানমার পুলিশ। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী। নিহতদের মধ্যে ৩ দমকল কর্মীও আছেন বলেন পুলিশ দাবি করেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রাসায়নিক গুদামে আগুন লাগলে বিস্ফোরণ ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের গুদামে একই ধরনের আরও কয়েকটি বিস্ফোরণ ঘটে।
এ সময় ইয়াঙ্গুন দমকলের সবগুলো ইউনিট থেকে কর্মীরা গাড়ি নিয়ে ছুটে আসেন এই নেভাতে। পাশ্ববর্তী শিপইয়ার্ড ও ফ্যাক্টরি থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১