সিউল: উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে কিম জং ইলের স্মরণানুষ্ঠানে বৃহস্পতিবার হাজারো জনতা ভিড় করেছে। দ্বিতীয় দিনের মতো রাষ্ট্রীয়ভাবে ইলের স্মরণ অনুষ্ঠান পালিত হচ্ছে।
ইলের প্রতি শ্রদ্ধা জানাতে ভাবগঙ্ভীর সংগীত, বক্তৃতা, বিমান মহড়ার আয়োজন করা হয়েছে। টানা ১৭ বছর ইল উত্তর কোরিয়া শাসন করেন।
এসময় মানুষ কিম ইল সাং স্কয়ারে মিলিত হন। তিন ঘণ্টা ব্যাপী কিম ইলের মরদেহ রাস্তায় প্রদক্ষিণ করানো হয়। শ্রদ্ধাবনত চিত্তে হাজার হাজার মানুষ ইলের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
কিম জং ইলের যোগ্য উত্তরসূরী হিসেবে ইতোমধ্যেই নাম ঘোষণা হয়েছে। ইলের তৃতীয় সন্তান কিম জং উন দেশটির ‘সুপ্রিম লীডার’ হিসেবে নির্বাচিত হয়েছেন।
উত্তর কোরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা কিম কি নাম বলেন, ‘কিম জং ইলের কৃতিত্ব চিরদিন মনে রাখবে জাতি। আমাদের পার্টির সুপ্রিম লীডার এখন কিম জং উন। আমরা আমাদের দু:খ এবং সাহস ভাগাভাগি করে নিচ্ছি যাতে আমরা আরও মহৎ কিছু অর্জন করতে পারি। ’
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১