ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সিফিলিস এনেছিলেন কলম্বাস!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, ডিসেম্বর ২৯, ২০১১
যুক্তরাষ্ট্রে সিফিলিস এনেছিলেন কলম্বাস!

ওয়াশিংটন: ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক মহাসাগরে ভেসেছিলেন আমেরিকা আবিষ্কারের উদ্দেশ্যে। তিনি আমেরিকায় এসে সফল যাত্রা শেষ করলেন সত্যি কিন্তু আনলেন নতুন এক রোগ।

সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

সেই সময়ের কঙ্কাল নিয়ে নতুন এই গবেষণায় বলা হয়, ‘কলম্বাস এবং তার নাবিকরা শুধু নতুন বিশ্ব জয় করেছেন তা নয়, তারা সঙ্গে করে সিফিলিসও নিয়ে এসেছিলেন। ’

সিফিলিস মূলত ট্রেপোনেমা পাল্লিডোম নামে ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। বর্তমানে যদিও অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এই রোগ সারানো সম্ভব। এই রোগে হৃদযন্ত্র, মস্তিস্ক, চোখ এবং হাড় ক্ষতিগ্রস্ত হয়। এমনকি এ রোগে মৃত্যুও হতে পারে।

সিফিলিস সর্বপ্রথম মহামারী আকারে দেখা দেয় ১৪৯৫ সালে। অস্টম চার্লসের সময়ে এর প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়।

ইউনিভার্সিটি অব আটলান্টার কঙ্কাল গবেষক জর্জ আর্মেলাগোস বলেন, ‘এর পরপরই এটা পুরো ইউরোপে ছড়িয়ে যায়। ’

এই গবেষকই প্রায় এক দশক আগে সিফিলিস বিষয়ে কলাম্বিয়ান তত্ত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।