কারাকাস: ল্যাটিন আমেরিকার বামপন্থী নেতাদের শরীরে ক্যান্সার ছড়ানোর নতুন কোনও প্রযুক্তি যুক্তরাষ্ট্র উদ্ভাবন করেছে কি না সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্তিনা কির্চনার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর প্রকাশের এক দিন পরেই এই প্রশ্ন তুললেন শ্যাভেজ।
গত বুধবার একটি সেনা ঘাঁটিতে দেওয়া বক্তৃতায় এই সন্দেহ পোষণ করেন তিনি। এ বছর ক্যামোথেরাপি নিতে একাধিকবার কিউবা গেছেন শ্যাভেজ।
এছাড়া প্যারাগুয়ের ফার্নান্দো লুগো, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ এবং তার আগের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ক্যান্সার আক্রান্ত হয়েছেন। তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন।
শ্যাভেজ বলেন, ‘এটা খুব আশ্চর্যের ব্যাপার। ’ কিন্তু তিনি এর জন্য সরাসরি কাউকে দায়ী করছেন না। শুধু বিষয়টি নিয়ে ভাবছেন।
তিনি বলেন, ‘ল্যাটিন আমেরিকার নেতাদের মধ্যে এভাবে ক্যান্সার ছড়িয়ে পড়ার ঘটনা সম্ভাব্যতার নীতি দিয়ে ব্যাখ্যা করা কঠিন। ’
ক্যান্সার আক্রান্ত এই প্রেসিডেন্ট বলেন, ‘ক্যান্সার ছড়িয়ে দেওয়ার মতো কোনও প্রযুক্তি যদি তারা উদ্ভাবন করেও তবে এতে অবাক হওয়ার কিছু নেই। ’
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১