কারাকাস: ভেনিজুয়েলায় একটি পেট্রোলট্যাংকার বিস্ফোরিতে হয়ে কমপক্ষে ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের অদূরে একটি ব্যস্ত সড়কের ওপর ঘটা এই বিস্ফোরণে আরও ১৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়া জ্বলন্ত তেল প্রায় সাতটি গাড়ি এবং একটি বাসকে তাৎক্ষণিকভাবে গ্রাস করে ফেলে। এসময় সেখানে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়।
উদ্ধারকর্মীরা আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া যানবাহনগুলো থেকে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া মৃতদেহ বের করেছে।
ট্যাংকারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। এসময় ট্যাংকার ফেটে পেট্রোল বেরিয়ে এলে তাতে আগুন ধরে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
কারাকাস শহরের অগ্নিনির্বাপণ সংস্থার স্বমন্বয়ক উইলিয়াম মার্তিনেস জানান, কারাকাসের পশ্চিমে অবস্থিত প্যান আমেরিকান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দূর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্তদের সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে।
দূর্ঘটনা ঘটার পরপরই টুইটারে এই শোক বার্তা দেন শ্যাভেজ।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১১