ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শ্যাভেজের মন্তব্য তিরস্কারের অযোগ্য: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, ডিসেম্বর ৩০, ২০১১

ওয়াশিংটন: লাতিন আমেরিকার নেতাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পেছনে যুক্তরাষ্ট্র দায়ী বলে হুগো শ্যাভেজের মন্তব্যকে সরাসরি  প্রত্যাখান করেছে যুক্তরাষ্ট্র। শ্যাভেজের মন্তব্যকে ভয়ানক এবং তিরস্কারের অযোগ্য বলে অভিহিত করেছে তারা।



সম্প্রতি আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্তিনা কির্চনার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এর একদিন পর ভেনিজুয়েলান প্রেসিডেন্ট এর পেছনে মার্কিন ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছিলেন।

হুগো শ্যাভেজ নিজেও ক্যান্সার আক্রান্ত। শ্যাভেজ এবং কির্চনার ছাড়াও প্যারাগুয়ের ফার্নান্দো লুগো ব্রাজিলের দিলমা রুসেফ এবং তার পূর্বসূরী লুলা দা সিলভাও ক্যান্সারে আক্রান্ত।
 
শ্যাভেজের মন্তব্যের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড একে ভীতিকর এবং তিরস্কারের অযোগ্য বলে অভিহিত করেছেন।

গত বুধবার শ্যাভেজ মন্তব্য করেন এটি খুবই আশ্চর্যজনক, তিনিসহ লাতিন আমেরিকার ক্যান্সার আক্রান্ত নেতাদের মধ্যে সবাই বামপন্থী। তবে তিনি তার ধারণাকে একান্তই তার ব্যক্তিগত চিন্তাপ্রসূত বলে উল্লেখ করেন। তিনি কাউকে সরাসরি অভিযুক্ত করতে চাচ্ছেন না।

শ্যাভেজ লাতিন আমেরিকার প্রায় সব বামপন্থী নেতার রহস্যজনকভাবে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনাকে ইঙ্গিত করে বলেন,  সম্ভাব্যতার সূত্র দিয়ে একে ব্যাখ্যা করা কঠিন । এর পেছনে কোনও অস্বাভাবিক ব্যাপার রয়েছে দাবি করে পরোক্ষভাবে এর দায় যুক্তরাষ্টের দিকে ইঙ্গিত করেন।

আর্জেন্টিনার প্রেসিডেন্টের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের একদিন পরই শ্যাভেজ যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে তার সাম্প্রতিক সময়ের সবচেয়ে বিতর্কিত এই মন্তব্য করেন। শ্যাভেজের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে মুখরোচক আলোচনার জন্ম দেয়।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।