ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানের কোয়েটায় বোমা বিস্ফোরণে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪২, ডিসেম্বর ৩০, ২০১১

ইসলামাবাদ: আবারও বোমায় প্রকম্পিত হল পাকিস্তান। বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় শুক্রবার বোমা বিস্ফোরণে প্রাথমিকভাবে কমপক্ষে ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।



পুলিশ  জানিয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এক স্থানীয় রাজনৈতিক নেতার বাড়ির সামনে শুক্রবার গাড়ি বোমা বিস্ফোরন ঘটে।

পুলিশের মুখপাত্র নাজির আহমেদ কুর্দ সংবাদ মাধ্যমকে জানান, এই ঘটনায় ২১ জন লোক আহত হয়েছে।

তবে বাড়ির মালিক শফিক মঙ্গল বিস্ফোরণ বাড়িতে অবস্থান করছিলেন কি না তা স্পষ্ট নয়।

শফিক মঙ্গল বেলুচিস্তানের সাবেক প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব নাসির মঙ্গলের ছেলে। নাসির মঙ্গল পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের মন্ত্রিসভায় তেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আয়তনের দিক থেকে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান খনিজ সম্পদে সমৃদ্ধ। জাতীয়তাবাদী আন্দোলনের কারণে প্রদেশটি  রাজনৈতিকভাবে কয়েক দশক ধরে অস্থিতিশীল। বেলুচিস্তানের  জাতীয়তাবাদী আন্দোলনকারীরা আরও স্বায়ত্বশাসন এবং প্রদেশের তেল থেকে প্রাপ্ত প্রাকৃতিক সম্পদের আরও অধিক হিস্যা আদায়ের জন্য কয়েক দশক ধরে সংগ্রাম করে আসছে।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।