ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রুশ সাবমেরিনের আগুন নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৪, ডিসেম্বর ৩০, ২০১১
রুশ সাবমেরিনের আগুন নিয়ন্ত্রণে

মস্কো: রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনে সংঘটিত অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের মন্ত্রী সের্গেই শিগু আগুন নিয়ন্ত্রণে আনার খবর নিশ্চিত করেছেন।



গত বৃহস্পতিবার রাশিয়ার উত্তরাঞ্চলীয় মুরমানাসক অঞ্চলে মেরামত করার সময় সাবমেরিনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা  ঘটে।
বিস্ফোরণে পর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হলেও একন অবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানান মন্ত্রী।

অগ্নিকাণ্ডের পরপরই সাবমেরিনের দু’টি পারমাণু চুল্লী সফলভাবে বন্ধ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।

সাবমেরিনটিতে ছড়িয়ে পড়া আগুন নেভাতে গিয়ে নয়জন আহত হয় বলে জানায় কর্তৃপক্ষ।

প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন।

ইয়েকাতেরিনবার্গ নামের ডেল্টা-৪ ক্লাসের এই পরমাণু শক্তি চালিত সাবমেরিনটিকে কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণভাবে মেরামত করা যাবে বলে আশা প্রকাশ করেন রাশিয়ার উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন।

সাবমেরিনটিকে রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে অবস্থিত  ব্যারেন্টস সাগর সংলগ্ন রোসলিয়াকোভো শিপইয়ার্ডে মেরামতের জন্য ড্রাইডকিং করা হয়েছিল।
 
ড্রাই ডকিংয়ের জন্য স্থাপিত সাবমেরিনটির চারপাশের কাঠের মঞ্চে বৃহস্পতিবার হঠাৎ আগুন লেগে গেলে তা দ্রুত সাবমেরিনের পৃষ্ঠদেশের রাবারের বহিরাবরণে ছড়িয়ে পড়ে।

রাশিয়ার এই সাবমেরিনটি ১৬টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করে। প্রত্যেক ক্ষেপণাস্ত্রতে চারটি করে ওয়ারহেড থাকে বলে জানা যায়।

তবে মেরামত কাজ শুরু করার আগেই সেগুলোকে সরিয়ে নেওয়া হয়েছিল। এ কারণে কোন ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারেনি বলে জানায় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।