পিয়ংইয়ং: উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং উনকে আনুষ্ঠানিকভাবে দেশটির সেনা বাহিনীর সর্বাধিনায়ক ঘোষণা দেওয়া হয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ শনিবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।
গত ১৭ ডিসেম্বর বাবা কিম জং ইল মারা যাওয়ার আগে কিম জং উনকে তার উত্তরাধিকার মনোনীত করে গেছেন।
এর আগেই ইলকে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান ঘোষণা দেওয়া হয়েছে। তবে গত শুক্রবার দেশটির শীর্ষ পর্যায়ের একটি বৈঠকের মাধ্যমে তাকে সেনা বাহিনীর সর্বাধিনায়ক ঘোষণা দেওয়া হল।
এই ঘোষণার মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হল যে, কিম জং উন উত্তর কোরিয়ার রাষ্ট্র ক্ষমতায় তার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছেন।
সদ্য প্রয়াত কিম জং ইল ১৯৯৪ সাল থেকে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান এবং সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। এখন তার ছেলে কিম জং উন বিশ্বের চতুর্থ বৃহত্তম সেনা বাহিনীর সর্বাধিনায়ক হলেন।
বিবৃতিতে বার্তাসংস্থা কেসিএনএ এই প্রথম কিম জং উনকে ‘মহান নেতা’ বলে উল্লেখ করেছে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১১