ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিফেরত শ্রমিকদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
দিল্লিফেরত শ্রমিকদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার নির্দেশ ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লি থেকে বিশেষ বাসে উত্তরপ্রদেশ ও বিহারে ফিরে যাওয়া লাখো শ্রমিককে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

করোনা ভাইরাসের বিস্তার রোধে লকডাউন করা হয়েছে ভারত।

এ অবস্থায় কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন লাখ লাখ শ্রমিক। শনিবার (২৮ মার্চ) তাদের বাড়ি ফেরার জন্য পাঁচশয়েরও বেশি বাসের ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

কোনো গণপরিবহন না থাকায় গত তিনদিনে অসংখ্য শ্রমিক পায়ে হেঁটেই নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সব জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বান জানিয়েছেন যেন দেড় লাখ শ্রমিকের খোঁজ নিয়ে রাজ্য ব্যবস্থাপনায় তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। এসময় খাবারসহ নিত্য প্রয়োজনীয় সবকিছু দেওয়া হবে তাদের। এজন্য সেসব শ্রমিকের নাম, ঠিকানা ও ফোন নাম্বার কর্মকর্তাদের দিয়ে তাদের পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পরই নিজ বাড়িতে ফিরতে পারবেন এসব শ্রমিক।

আরও পড়ুন: করোনা সংক্রমণের ভয় উপেক্ষা করে দিল্লিতে জনসমাগম

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।