ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অদ্ভুত সাক্ষাৎকার!

জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, ডিসেম্বর ৩১, ২০১১
অদ্ভুত সাক্ষাৎকার!

ঢাকা: কোনও প্রযুক্তি কোম্পানির চাকরির সাক্ষাৎকারে কেমন প্রশ্ন হতে পারে? ধরেই নেওয়া যায়, কর্তৃপক্ষ সামর্থ্য, ব্যাকগ্রাউন্ড এবং কোম্পানি সম্পর্কে ধারণা এসব প্রশ্নে প্রার্থীর মাথা গরম করে দেবে।

২০১১ সালজুড়ে যুক্তরাষ্ট্রের তথ্য-প্রযুক্তি কোম্পানির নিয়োগ পরীক্ষার ইন্টারভিউয়ের প্রশ্নগুলো কিন্তু মোটেও সেরকম ছিল না।

প্রশ্নগুলো ছিল রীতিমতো বিরক্তিকর আর ধন্দে ফেলে দেওয়ার মতো।

চাকরি খোঁজা এবং বিভিন্ন কোম্পানির মূল্যায়ন করে এমন ‘গ্লাসডোর’ নামের ওয়েবসাইটের পর্যবেক্ষণে এবারের সবচে অদ্ভুত ইন্টারভিউয়ের একটা তালিকা প্রকাশ করেছে।

এরকম ২৫টি প্রশ্ন বাছাই করেছে তারা। এর মধ্যে অ্যামাজন, গুগল এবং মাইক্রোসফটের মতো কোম্পানি রয়েছে।

গুগলের ইন্টারভিউতে গাণিতিক সমস্যা থেকে মানসিক দক্ষতার প্রশ্নগুলো ছিল ভড়কে দেওয়ার মতো।

কোম্পানিটির নিয়োগ ইন্টারভিউতে অনেক প্রশ্নের মধ্যে একটি ছিল- আপনার কাছে চার মিনিটের একটি এবং ৭ মিনিটের একটি বালিঘড়ি রয়েছে। ঠিক ঠিক নয় মিনিট হিসাব করুন- কিন্তু এ কাজে নয় মিনিটের বেশি সময় নেওয়া যাবে না।

আরেকটি প্রশ্ন এরকম- এক লোক তার কারটি একটি হোটেলের মধ্যে ঢুকে দিল এবং তার সুযোগ হারাল। তাহলে কী ঘটল?

শুধু গুগল নয় এই তালিকায় রয়েছে অ্যাপল, ফেসবুকসহ আরো বাঘা বাঘা কিছু কোম্পানি।

গ্লাসডোরের তালিকাভূক্ত এরকম আরও কিছু প্রশ্ন নিচে দেওয়া হল-

প্রতি শুক্রবার বেলা আড়াইটার সময় সান ফ্রান্সিসকোতে কত সংখ্যক মানুষ ফেসবুক ব্যবহার করে?--গুগলের ভেন্ডর রিলেশন ম্যানেজার প্রার্থীকে এই প্রশ্ন করা হয়।

যদি জার্মানদেরই পৃথিবীর সবচে বেশি উচ্চতার মানুষ ধরা হয় তাহলে আপনি এটা কীভাবে প্রমাণ করবেন?—হিউলেট প্যাকার্ডের (এইচপি) প্রডাক্ট মার্কেটিং ম্যানেজার প্রার্থীর প্রতি প্রশ্ন।

নির্দিষ্ট উচ্চতায় ভেঙে যায় এমন ২০টি বৈদ্যুতিক বাতি  এবং একশ’ তলার একটি ভবন রয়েছে। এখন কত উচ্চতায় গিয়ে বাতিগুলো ভেঙে পড়বে তা আপনি কীভাবে নির্ধারণ করবেন?—কোয়ালকমের প্রকৌশলী প্রার্থীকে প্রশ্ন।

বিশ্বের ক্ষুধা নিবারণ করবেন কীভাবে?—অ্যামাজন ডককমে সফওয়্যার ডেভেলপার প্রার্থীকে প্রশ্ন।

পানি ভর্তি একটি বিশাল ট্যাঙ্কে আপনি একটি দাঁড় নৌকায় আছেন। নৌকাতে একটি নঙ্গর আছে যার শেকলের দৈর্ঘ্য ঠিক ট্যাঙ্কের তলা পর্যন্ত পৌঁছার মতো। এখন ট্যাঙ্কের পানির উচ্চতা কমবে না বাড়বে?—টেসলা মটরসের যন্ত্রপ্রকৌশলী প্রার্থীকে প্রশ্ন।

‘diverticulitis’ বানান করুন। -- ইএমএসআই ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাকাউন্ট ম্যানেজার প্রার্থীকে প্রশ্ন।

আপনার হাতে একটি ফুলের তোড়া রয়েছে। এর মধ্যে ২টি গোলাপ, ২টি ডেইজি, ২টি টিউলিপ। আপনার হাতে কতগুলি ফুল রয়েছে?—এপিক সিস্টেমসের করপোরেশন প্রজেক্ট ম্যানেজার/ইমপ্লিমেন্টেশন কনসালটেন্ট প্রার্থীকে প্রশ্ন।

কংগেসের ওই জোকারদের ব্যাপারে আপনার কী মনে হয়?—কনসোলিডেটেড ইলেকট্রিক্যালের ম্যানেজমেন্ট ট্রেইনি প্রার্থীকে প্রশ্ন।

আপনি যদি একটি মাইক্রোসফট অফিস প্রোগ্রাম হতেন তাহলে কোনটি হতে চাইতেন?—সামিট রেসিং ইকুইপমেন্ট, ইকমার্স প্রার্থীকে এই প্রশ্ন করা হয়েছিল!

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।