ঢাকা: মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা ও দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমকে সমকামিতার অভিযোগ থেকে দেশটির আদালত বেকসুর খালাস দিয়েছেন।
দীর্ঘ দুই বছর বিচারকাজ চলার পর সোমবার রাজধানী কুয়ালালামপুরের একটি আদালত তাকে বেকসুর খালাস করে দেন।
আদালত থেকে বের হয়ে যাওয়ার সময় আনোয়ার ইব্রাহীম (৬৪) সাংবাদিকদের বলেন, ‘ন্যায় বিচার হয়েছে। আমি সত্য প্রতিষ্ঠা করতে পেরেছি। ’
এদিন খুব সকালে আদালতের বাইরে তার শত শত সমর্থকদের ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হতে দেখা গেছে। সূর্য ওঠার আগেই তারা বিভিন্ন অঞ্চল থেকে আসতে থাকে। এসময় ব্যাপক পুলিশ তাদের ঘিরে ধরে।
আনোয়ার ইব্রাহীমের বিরুদ্ধে কুয়ালালামপুর হাইকোর্টে সমকামিতার অভিযোগে ২০০৮ সালে মামলা হয়। অভিযোগ ছিল, তিনি তার পুরুষ সহযোগী সাইফুল বুখারি আজলানের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন।
মালয়েশিয়ায় পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই সম্পর্ক হলেও তা অপরাধ। আর এজন্য অভিযুক্ত ব্যক্তির ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
রায় ঘোষণার সময় বিচারক মোহাম্মদ জাবেদিন দিয়াহ বলেন, ডিএনএ প্রমাণের ওপর আস্থা রাখা ঠিক হবে না। কারণ এটা বিকৃত হতে পারে। আদালত তাকে অনিশ্চিত প্রমাণের ওপর ভিত্তি করে দোষী অভিযুক্ত রায় দিতে পারেন না।
আনোয়ার ইব্রাহীম বরাবরই বলে আসছেন তিনি নির্দোষ। তার অভিযোগ, এই বিচার তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের লক্ষ্যে সরকারের কারসাজি। আর আনোয়ার ইব্রাহীমের এই অভিযোগ মালয়েশীয় সরকার নাকচ করে আসছে।
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১২