ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় স্পেনে আরও ৮৩৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
করোনায় স্পেনে আরও ৮৩৮ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

করোনা ভাইরাস মহামারিতে ইউরোপে যেন মৃত্যুপুরী! এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় স্পেনে আরও ৮৩৮ জনের মৃত্যু হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (২৯ মার্চ) এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

করোনা ভাইরাসের কারণে স্পেনে প্রতিদিন বাড়ছে মৃত্যু।

এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮৩৮ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বাধিক। এখন পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৫২৮ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৪৯ জন। এ নিয়ে স্পেনে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৭৯৭।

শনিবার (২৮ মার্চ) রাতে টেলিভিশনে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অত্যাবশ্যকীয় কাজ করেন না, এমন কর্মীদের দু’ সপ্তাহের জন্য বাসায় অবস্থান করতে হবে। এসময় কর্মীরা বেতন পাবেন কিন্তু হারানো কর্মঘণ্টা পুষিয়ে দিতে পরবর্তীতে বেশি সময় কাজ করতে হবে তাদের।

আগামী ৩০ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বাড়িতে অবস্থান করবেন তারা।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।