ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হৃদয়ের উষ্ণতায় নিউইয়র্কে কম্যুনিটিতে ব্যাপক কর্মসূচি

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, ডিসেম্বর ৩১, ২০১১

ঢাকাঃ হৃদয়ের উষ্ণতা এবং প্রাণের আমেজে ইংরেজি নতুন বছর ২০১২’কে বরণের ব্যাপক প্রস্তুতি চলছে নিউইয়র্কে বাংলাদেশিদের মধ্যে। ৩১ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারে বর্ষবরণের বিশাল অনুষ্ঠানের পাশাপাশি ব্রুকলিন, কুইন্সের জ্যাকসন হাইটস এবং জ্যামাইকাতেও জমকালো অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশি-আমেরিকানরা।



এ পরিকল্পনায় নতুন প্রজন্মের উচ্ছল উপস্থিতির সম্ভাবনাও ক্রমে জোরদার হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড সুগন্ধ্যা রেস্টুরেন্টে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজকদের অন্যতম বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী নূরুল আমিন বলেছেন, এ উপলক্ষে সন্ধ্যা থেকে নতুন বছরের প্রথম প্রহর পর্যন্ত চলবে লাগাতার কর্মসূচি।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।