ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা কেড়ে নিলো খ্যাতনামা সাংবাদিক মারিয়ার প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
করোনা কেড়ে নিলো খ্যাতনামা সাংবাদিক মারিয়ার প্রাণ সিবিএসের খ্যাতনামা সংবাদিক মারিয়া মেরক্যাডার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএসের খ্যাতনামা সংবাদিক মারিয়া মেরক্যাডার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সিবিএসের বরাত দিয়ে সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে রোববার (২৯ মার্চ) মারা যান ৫৪ বছর বয়সী এ সাংবাদিক।

তিন দশক সিবিএসে কাজ করেছেন তিনি।

ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকেই অসুস্থতাজনিত কারণে ছুটিতে ছিলেন তিনি। সিবিএস বলে, ‘২০ বছর অত্যন্ত সাহসিকতার সঙ্গে ক্যানসারের ও এ সংক্রান্ত রোগের সঙ্গে যুদ্ধ করেছেন মেরক্যাডার। অসংখ্য চিকিৎসা ও অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। সহকর্মী ও পরিবারের কাছে তিনি অনুপ্রেরণা ও আশার প্রতীক। ’

সিবিএস নিউজের পররাষ্ট্র ও জাতীয় বিভাগে সংবাদ প্রযোজক হিসেবে কাজ করতেন তিনি। এসময় প্রিন্সেস ডায়নার মৃত্যু ও ৯/১১ এর হামলাসহ বড়সড় অনেক ব্রেকিং নিউজ কভার করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।