ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: দিল্লিতে মসজিদে গণজমায়েতে অংশ নেওয়া ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
করোনা: দিল্লিতে মসজিদে গণজমায়েতে অংশ নেওয়া ৭ জনের মৃত্যু

দিল্লির নিজাউদ্দিন মসজিদে তাবলিগ-ই জামাতে অংশ নেওয়া তেলেঙ্গানার ছয় ও শ্রীনগরের এক মুসল্লি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ওই জমায়েতে অংশ নেওয়া আরো ২৪ জনের করোনা পজিটিভ বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে।

ওই গণজমায়েতে ভারত ছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও কাজাখাস্তানের প্রায় দুই হাজার মুসল্লি অংশ নেন। মার্চ মাসের মাঝামাঝি সময়ে দিল্লির শতবর্ষী মসজিদে এ গণজমায়েতের আয়োজন করে তাবলিগ-ই জামাত।

এছাড়া ওইদিন জমায়েতে অংশ নেওয়া ৩৩৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে পরীক্ষার জন্য, ৭শ জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে। মঙ্গলবার (৩১ মার্চ) এ তথ্য জানান দিল্লি স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

তিনি আরো জানান, ওই গণজমায়েতে ঠিক কতজন অংশ নিয়েছিল তার সঠিক তথ্য পাইনি। তবে এএনআই বলছে ১৫শ-১৭শ মানুষ থাকতে পারে। বাড়তে পারে আক্রান্তের সংখ্য।

এ ঘটনার পর কেজরিওয়াল সরকার মসজিদটি আপাতত বন্ধ করে দিয়েছে।

বারতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১২শ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩২ জনের।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।