ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নিহত ১৭, আহত শতাধিক

পর্যবেক্ষকদের সামনে সিরিয়া আরও অগ্নিগর্ভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, ডিসেম্বর ৩১, ২০১১
পর্যবেক্ষকদের সামনে সিরিয়া আরও অগ্নিগর্ভ

দামেস্ক: আরব লিগের পর্যবেক্ষকদের উপস্থিতির মধ্যেই উত্তাল সিরিয়া। শনিবার সকাল পর্যন্ত পাওয়া খবরে সিরিয়ার বিক্ষোভে ১৭ জনের মৃত্যু হয়েছে।



শুক্রবার লাখ লাখ আন্দোলনকারী সিরিয়া জুড়ে সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেয়। সেই আন্দোলন চলাকালীন বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকারি বাহিনী আরও ১২ জন বিক্ষোভকারীকে হত্যা করেছে।

অন্যদিকে, হোমস শহরে নিহত হয়েছে সরকারি বাহিনীর ৫ সদস্য। আহতের সংখ্যা একশো ছাড়িয়েছে।

চলতি বছরের মার্চ থেকে বাশার আল আসাদ সরকারের পদত্যাগ ও রাজনৈতিক অধিকারের দাবিতে আন্দোলন করে আসছে সিরিয়ার গণতন্ত্রপন্থীরা। এদের দমন করতে দেশের শহরগুলোতে ভারি অস্ত্রসহ সেনা ও পুলিশ মোতায়েন করে সরকার। সিরিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে শহরগুলো থেকে ভারি অস্ত্র ও সেনা সরাতে চাপ দেয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এরই ধারাবাহিকতায় আঞ্চলিক সংগঠন আরব লিগের সঙ্গে একটি চুক্তিও করে আসাদ সরকার।

চুক্তির শর্তানুযায়ী ভারী অস্ত্রসহ সেনা প্রত্যাহার পর্যবেক্ষণ করতে গত সোমবার সিরিয়ায় যায় একটি পর্যবেক্ষক দল। আন্দোলনকারীরা পর্যবেক্ষকদের সামনে তাদের আন্দোলনের ব্যাপকতা প্রদর্শনে শুক্রবার সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের ডাক দেয়। এতে সাড়া দিয়ে লাখ লাখ সরকারবিরোধী আন্দোলনকারী পথে নেমে আসে। আন্দোলনকারীদের ধারণা ছিল পর্যবেক্ষকদের উপস্থিতিতে সরকারি বাহিনী সংযত থাকবে, কিন্তু তা হয়নি। আগের মতোই সমান হিংস্রতা নিয়ে বিক্ষোভ মোকাবেলা করে সরকারি বাহিনী।

সরকারি বাহিনীর গুলিতে হামায় পাঁচজন, দেরায় পাঁচজন ও ইদলিবে দু`জন বিক্ষোভকারী মারা যায় বলে মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে। এছাড়া দৌমায় ২৪ জন ও ইদলিবে ৩৭ জন আহত হয়েছেন বলে জানায় তারা।

রাজধানী দামেস্কের উপশহর দৌমায় বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনী কাঁদানে গ্যাস ছুঁড়লে বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করে জবাব দেয়। ইদলিবের এক অপেশাদার ব্যক্তির ধারণ করা ভিডিওতে দেখা যায়, সাদা টুপি ও হলুদ বুলেট প্রুফ জ্যাকেট পরা একদল পর্যবেক্ষককে ঘিরে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে হাজার হাজার আন্দোলনকারী। ইদলিবের এক আন্দোলনকারী বলেন, ‘পর্যবেক্ষকদের উপস্থিতিতে সরকারি বাহিনী গুলিবর্ষণ করবে তা আমরা ধারণা করতে পারিনি। ’

জাতিসংঘের হিসেবে, গত মার্চ থেকে এ পর্যন্ত সরকারবিরোধী আন্দোলন বন্ধে চালানো দমননীতির কারণে সিরিয়ায় প্রায় পাঁচ হাজার সাধারণ মানুষ নিহত হয়েছে। প্রায় প্রতিদিনই এ সংখ্যা বাড়ছেই। সিরিয়ার পরিস্থিতি ‘আশ্বস্ত হওয়ার মতো’ বলে গত বুধবার মন্তব্য করেছিলেন আরব লিগের পর্যবেক্ষক দলের প্রধান আল দাবি। তবে শুক্রবার রাশিয়া দাবির মন্তব্যকে ‘স্বাগত’ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।