ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে, সুস্থ চীনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
করোনা: বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে, সুস্থ চীনে বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমণ

ঢাকা: সারা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। শুক্রবার (০৩ এপ্রিল) পর্যন্ত বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৩০ হাজার ৬৫৪ জন। ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৫৪ হাজার ২৩১ জনের এবং সুস্থ হয়েছেন ২ লাখ ২০ হাজার ১১ জন।

করোনা ভাইরাসে বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্তের তালিকার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৩৮০ জন।

ভাইরাস সংক্রমণে দেশটিতে মৃত্যু হয়েছে মোট ৬ হাজার ৯৫ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪১১ জন।

করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্তের তালিকায় এর পরেই আছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৬৫ জন। ভাইরাস সংক্রমণে দ্বিতীয় সর্বাধিক মৃত্যু ইউরোপের এ দেশটিতে। কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশটিতে মারা গিয়েছেন ১০ হাজার ৯৩৫ জন। সুস্থ হয়েছেন ৩০ হাজার ৫১৩ জন।

তালিকার তিন নম্বরে আছে অপর ইউরোপীয় দেশ ইতালির নাম। ভাইরাস সংক্রমণে এখনো পর্যন্ত সর্বাাধিক মৃত্যু দেশটিতে। করোনা ভাইরাস সংক্রমণে ইতালিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ১৫ হাজার ২৪২ জন। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯১৫ জনের এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ২৭৮ জন।

তালিকায় চতুর্থ স্থানে থাকা জার্মানিতে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন মোট ৮৫ হাজার ৬৩ জন। মারা গিয়েছেন এখন পর্যন্ত ১ হাজার ১১১ জন। সুস্থ হয়েছেন ২২ হাজার ৪৪০ জন।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রথম দেখা যাওয়া চীন রয়েছে তালিকার পাঁচ নম্বরে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৬২০ জন, মারা গিয়েছেন ৩ হাজার ৩২২ জন। সব থেকে বেশি লোক সুস্থ হওয়ার তালিকার প্রথমেই রয়েছে চীনের নাম। দেশটিতে ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৭৬ হাজার ৫৭১ জন।

ফ্রান্সে করোনা ভাইরাস সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ১০৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৮৭ জনের। সুস্থ হয়েছেন ১২ হাজার ৪২৮ জন।

ইরানে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ১৮৩ জন। মারা গিয়েছেন ৩ হাজার ২৯৪ জন, সুস্থ হয়ে ফিরেছেন ১৭ হাজার ৯৩৫ জন।

যুক্তরাজ্যে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৭১৮ জন। ভাইরাস সংক্রমণে দেশটিতে মারা গিয়েছেন মোট ২ হাজার ৯২১ জন ব্যক্তি। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মাত্র ১৩৫ জন।

তালিকায় নবম স্থানে থাকা সুইজারল্যান্ডে ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন মোট ১৯ হাজার ৩০৩ জন। ভাইরাস সংক্রমণে দেশটিতে মারা গিয়েছেন ৫৭৩ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৮৬ জন।

করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্তের তালিকায় ১০ নম্বর স্থানে রয়েছে ইউরেশিয়ার দেশ তুরস্কের নাম। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ১৩৫ জন। মারা গিয়েছেন মোট ৩৫৬ জন। সুস্থ হয়েছেন ৪১৫ জন।

ইতোমধ্যে করোনা ভাইরাস সংক্রমণকে বিশ্বস্বাস্থ্য সংস্থা বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করেছে। নিহত এবং আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। এই মুহূর্তে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের একমাত্র হাতিয়ার হচ্ছে সচেতনতা অবলম্বন এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০  
আরকেআর/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।