ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে করোনা শনাক্ত ৫ হাজার ছাড়ালো, ২৪ ঘণ্টায় ৩৫ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
ভারতে করোনা শনাক্ত ৫ হাজার ছাড়ালো, ২৪ ঘণ্টায় ৩৫ মৃত্যু

ভারতে দিনে দিনে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। সরকারি হিসেবে এরই মাঝে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজারেরও বেশি মানুষের। গত ২৪ ঘণ্টায় এনতুন করে এ ভাইরাসের ফলে মৃত্যু হয়েছে ৩৫ জনের। এ নিয়ে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯ জনে। 

বুধবার (৮ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এ সব তথ্য জানায়।  

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা বড় লাফ দিয়েছে।

এর মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। সেখানে এ সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া মহারাষ্ট্র, তামিল নাড়ু, দিল্লিতেও করোনার প্রকোপ তুলনামূলক বেশি। এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত ৪০১ জন সেরে উঠেছেন বলে জানানো হয়।  

এদিকে এ অবস্থায় আগামীতে ১৪ এপ্রিলের পরও লকডাউন বাড়ানো হবে কিনা, আগামী শনিবার তা নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর সিদ্ধান্ত হবে। গত ২৪ মার্চ ভারত জুড়ে ২১ দিনের লকডাউন দেন মোদী।  

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ভাইরাসটিতে বুধবার দুপুর সোয়া ২টা পর্যন্ত বিশ্বে ১৪ লাখ ৩৪ হাজার ৩৫৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮২ হাজার ১৪৮ জন। পাশাপাশি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ২ হাজার ৪৬৫ জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থান আছেন ১০ লাখ ৪৯ হাজার ৭৪০ জন। তাদের মধ্যে ১০ লাখ ১ হাজার ৮০৯ জন প্রাথমিক পর্যায়ে রয়েছেন। বাকি ৪৭ হাজার ৯৩১ জনের অবস্থা গুরুতর।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।