ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সরে দাঁড়ালেন বার্নি স্যান্ডার্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
সরে দাঁড়ালেন বার্নি স্যান্ডার্স

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাই পর্বের শেষ পর্যন্ত লড়াই না করেই নিজেকে প্রত্যাহার করে নিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স। এর আগে তিনি প্রার্থী বাছাই প্রক্রিয়ার শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।

বুধবার (০৮ এপ্রিল) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাই প্রক্রিয়া থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

প্রার্থী বাছাইয়ের দৌড়ে ডেমোক্র্যাট দলে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের আর কোনো প্রতিদ্বন্দ্বী রইলো না।

সরে দাঁড়ানোর বিষয়ে ৭৮ বছর বয়সী স্যান্ডার্স অনলাইনে তার সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে বক্তব্য তুলে ধরবেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।