ঢাকা: নববর্ষের প্রথম দিন দুপুরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কোলকাতার পার্কস্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১ ব্যক্তি আহত হয়েছেন। দমকল বাহিনীর ৭টি ইউনিট এ মুহূর্তে আগুন নির্বাপণে ব্যস্ত আছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, পার্ক স্ট্রিটের আপিজায় ভবনে দুপুরে হঠাৎ করে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
এনডিটিভি জানায়, আগুন লাগার পর পার্কস্ট্রিটের ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ০১ জানুয়ারি, ২০১১