ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আন্না হাজারে হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, জানুয়ারি ১, ২০১২
আন্না হাজারে হাসপাতালে

পুনে: ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনকর্মী আন্না হাজারেকে অসুস্থতার কারণে হাসপাতালে নেওয়া হয়েছে।

কয়েকদিন ধরেই অসুস্থ আন্না হাজারেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পুনের একটি বেসরকারি হাসপাতালে জন্য নিয়ে যাওয়া হয় বলে জানায় সংবাদ মাধ্যম।



৭৪ বছর বয়সী ভারতের এই প্রখ্যাত গান্ধীবাদী গত কয়েকদিন ধরেই ভাইরাস আক্রান্ত ছিলেন। বর্তমানে তার শ্বাসকষ্টও শুরু হয়েছে বলে জানান চিকিৎসকেরা।

ভারত সরকারের লোকপাল বিলের বিরোধিতা করে গত ২৭ ডিসেম্বর মুম্বাইয়ে অনশন শুরু করেন তিনি।

অনশনে অংশ নেওয়ার প্রথম দিন থেকেই তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকলে পরদিনই আয়োজকরা অনশন কর্মসূচি স্থগিত করে।

চিকিৎসকরা আন্না হাজারেকে অনশনে অংশ নিতে নিষেধ করেন। অনশনের কারণে তার কিডনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

অনশন কর্মসূচি বাতিলের পর তিনি তার জন্মস্থান রালেগাঁ সিদ্ধিতে যান। সেখান থেকেই তাকে রোববার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।