ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা: স্পেনে কমছে মৃত্যু, গত ২৪ ঘণ্টায় ৩৬৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
করোনা: স্পেনে কমছে মৃত্যু, গত ২৪ ঘণ্টায় ৩৬৭ ছবি: সংগৃহীত

স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬৭ জন মারা গেছেন, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। এরইমধ্যে কঠোর লকডাউনের বিধিনিষেধ কিছুটা শিথিল করতে যাচ্ছে দেশটির সরকার।

শুক্রবার (২৪ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

স্পেনে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যান ৩৬৭ জন, যা ২১ মার্চের পর সর্বনিম্ন।

এর আগের দিন মারা যান ৪৪০ জন।

এ পরিপ্রেক্ষিতে বলা যায়, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কঠিনতম সময় পার করে ফেলেছে স্পেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ২২ হাজার ৫২৪ জন। এ রোগে সর্বাধিক মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইতালির পরই রয়েছে স্পেন।

দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগী ২ লাখ ১৯ হাজার ৭৬৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৬ হাজার ৭৪০ জন।

সংবাদ সম্মেলনে স্পেনের জরুরি স্বাস্থ্য সমন্বয়ক ফারনান্দো সাইমন বলেন, ‘আশা করি মৃত্যু কমার এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে। ধীরে ধীরে চলাচলের বিধিনিষেধ কমানোর পরও আমরা কীভাবে আচরণ করবো, তার ওপরই নির্ভর করছে এ ধারা। ’

করোনা ভাইরাসের সংক্রমণ কম এমন অঞ্চলগুলোতে মে মাস থেকে বিধিনিষেধ কমিয়ে দেওয়া হবে বলে জানায় সরকার। বিধিনিষেধ শিথিলের শর্ত হলো: ওই অঞ্চলে প্রতি লাখ মানুষের মধ্যে দৈনিক দুইজনের বেশি সংক্রমিত হবে না বা মোট আইসিইউ বেডের অর্ধেকের বেশিতে কোভিড-১৯ রোগী ভর্তি থাকতে পারবে না।

এ সপ্তাহের শুরু থেকেই লকডাউন শিথিলের কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। স্বল্প সময়ের জন্য শিশুদের বাইরে হাঁটার অনুমতি দেওয়া হয়েছে। নির্মাণ শ্রমিকদের কাজে ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে বড়সড় বিধিনিষেধগুলো মে মাসের শেষদিকের আগে তুলে নেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।