ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের পার্লামেন্ট স্পিকারের শরীরে করোনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মে ১, ২০২০
পাকিস্তানের পার্লামেন্ট স্পিকারের শরীরে করোনা

দেশে দেশে উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে আমলা, মন্ত্রী, প্রধানমন্ত্রীরাও করোনার কবল থেকে রেহাই পাচ্ছেন না। দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত হাইপ্রোফাইলদের তালিকা। এবারে সেই তালিকায় নাম লেখালেন পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার আসাদ কায়সার। শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে নিজেই জানিয়েছেন তিনি।

শুক্রবার (১ মে) আসাদ কায়সারের টুইটার বার্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।   

খবরে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে সপ্তাহের শুরুতে একটি ইফতার পার্টিতে যোগ দেওয়ার পরই আসাদ কায়সারের শরীরে করোনা ধরা পড়লো।

ওই ইফতার পার্টিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবেই তাদের সঙ্গেও সাক্ষাৎ ও কর্মরদন করেন আসাদ। এরপরপরই তার করোনা পজিটিভ এলো।  

টুইটারে এক বার্তায় তিনি লেখেন, আমার করোনা পজিটিভ এসেছে, বর্তমানে বাসাতেই কোয়ারেন্টিনে আছি।  

এদিকে আসাদ কায়সারের করোনা শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে ইমরান খান আবারও করোনা পরীক্ষা করবেন না কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর কিছুদিন আগেই মানবাধিকার কর্মী ফায়সাল আধির সঙ্গে এক সাক্ষাতের পরিপ্রেক্ষিতে তার করোনা পরীক্ষা করা হয়। কেননা তার সঙ্গে ওই সাক্ষাতের পরপরই ফয়সাল আধির শরীরেও করোনা ধরা পড়ে। তবে, পরীক্ষার পর ইমরানের শরীরের ওই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ০১, ২০২০  
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।