ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আমেরিকায় করোনায় মৃত্যু ৮০ হাজার ছাড়িয়ে গেলো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৫, মে ১১, ২০২০
আমেরিকায় করোনায় মৃত্যু ৮০ হাজার ছাড়িয়ে গেলো

করোনার মরণ ছোবলে শোচনীয় অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের। দেশটিতে ব্যাপক আকারে যখন এ মহামারী ছড়য়ে পড়তে শুরু করে, সে সময়ই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভীর আশঙ্কা প্রকাশ করেছিলেন, এতে এক লাখেরও বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে। সেই ভয়াবহতার দিকেই যেন ক্রমশ এগিয়ে চলেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এ দেশ। এরই মাঝে এখানে করোনায় মৃত্যু ৮০ হাজারের ঘর ছাড়িয়ে গেছে। 

সোমবার (১১ মে) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, সারা বিশ্বে যেদিন মা দিবস (১০ মে) পালিত হচ্ছিল, সেদিনই যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৮০ হাজার ছাড়িয়ে গেছে।  

আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য মতে, মার্কিন মুল্লুকে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৮০ হাজার ৭৮৭।

এর বাইরে গুরুতর অবস্থায় আছেন প্রায় ১৭ হাজার রোগী।  

সংস্থাটি আরও জানায়, দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ৬৭ হাজারেরও বেশি মানুষের। বিশাল সংখ্যক এই করোনা রোগীর মধ্যে এখন পর্যন্ত সেরে উঠেছেন মাত্র ২ লাখ ৫৬ হাজার।  

একই সঙ্গে জীবন আর জীবিকা বাঁচানোর লড়াইয়ে বিপর্যস্ত মার্কিনিরা। দীর্ঘ লকডাউনে দেশটিতে এরই মাঝে চাকরি হারিয়েছে বিশাল এক জনগোষ্ঠী। ভেঙে পড়েছে সেখানকার অর্থনীতি। এ অবস্থা কাটিয়ে উঠতে মৃত্যুর মিছিলের মাঝেও কিছু কিছু জায়গায় লকডাউন শিথিল করার কথা ভাবছেন মার্কিন নেতারা।  

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, মে ১১, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।