ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনার ‘উচ্চ ঝুঁকিতে’ চীনের জিলিন শহর: ভাইস মেয়র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, মে ১৩, ২০২০
করোনার ‘উচ্চ ঝুঁকিতে’ চীনের জিলিন শহর: ভাইস মেয়র

চীনের উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশের সাবেক রাজধানী জিলিন শহর স্থানীয়ভাবে করোনা সংক্রমণের ´উচ্চ ঝুঁকিতে’ আছে বলে সতর্কতা জানিয়েছে কর্তৃপক্ষ। 

স্থানীয় সময় বুধবার (১৩ মে) সকালে এ শহরে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনাকে জিলানে ব্যাপক আকারে করোনা ছড়িয়ে পড়তে পারে তার আভাস হিসেবে দেখা হচ্ছে।

 

শহরটি করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভাইস মেয়র গাই দনপিং।    বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

জিলানে করোনার সংক্রমণ রোধে কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন গাই দনপিং। এরই মাঝে শহরে থেকে বের হওয়ার ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।  

নতুন করে করোনা সংক্রমণের ঝুঁকিতে আছে চীন। কর্তৃপক্ষের ব্যাপক তৎপরতার পরও বিভিন্ন অঞ্চলে অনেকেরই করোনা শনাক্ত হচ্ছে, আর তাতে আবারও বিস্তৃত পরিসরে করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকে যাচ্ছে। এর আগে গত সপ্তাহে জিলিনের নিকটবর্তী একই প্রদেশের শুলান শহরে ১১ জনের করোনা শনাক্ত হয়। স্থানীয় এক নারী লন্ড্রি দোকানির মাধ্যমে ওই সংক্রমণ ছড়ায়।   

ওই ঘটনায় শুলান শহরে কঠোর লকডাউন বলবৎ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মে ১৩, ২০২০ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।