ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্টের চীন সফর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, জানুয়ারি ৪, ২০১২
দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্টের চীন সফর

সাংহাই: রাষ্ট্রীয় এক সফরে আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মুং বাক চীনের প্রেসিডেন্টে হু জিনতাওর সঙ্গে দেখা করতে পারেন।

লির অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘সফরকালে তারা দক্ষিণ কোরিয়ার উপদ্বীপ ও দুই দেশের বিভিন্ন কৌশলগত দিক নিয়ে আলোচনা করবেন।



উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের মৃত্যুর পর এটিই হবে দক্ষিণ কোরিয় প্রেসিডেন্টের প্রথম প্রধান সফর।

এদিকে যুক্তরাষ্ট্রের সহকারি সচিব কার্ট ক্যাম্পবেল উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য বেইজিংয়ে অবস্থান করছেন।

ক্যাম্পবেল দিনশেষে ফেরার আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী চুই টিয়ানকি ও অন্যান জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।

বেইজিংয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে এক মুখপাত্র একটি আন্তর্জাতিক বার্তাসংস্থাকে জানান, ‘ক্যাম্পবেল দুই দেশের আঞ্চলিক ও বিশ্বের গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। যার মধ্যে উত্তর কোরিয়া ও বার্মার বিষয় অর্ন্তভুক্ত।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।