ঢাকা : গত কয়েকদিনে লসএঞ্জেলসে সিটিতে অন্তত: ৫০টি গাড়িতে আগুন দেওয়া হয়। অপকর্মের দায়ে ২ জানুয়ারি ঐ দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়।
দুর্বৃত্তের নাম হ্যারি বুরখার্ট (২৪)। সে জার্মানের নাগরিক। গ্রেপ্তারের পর সে পুলিশকে জানিয়েছে যে, সে আমেরিকাকে প্রচন্ডভাবে ঘৃণা করে। সে ব্যবসা করে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়।
তবে আমেরিকায় ভ্রমণের অনুমতি নেয়ার সময় নিজেকে চেচনিয়ার অধিবাসী হিসেবে ডক্যুমেন্ট সাবমিট করেছে। জানা গেছে, তার মা যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পাননি বলে সে ক্ষুব্ধ। এ হিংসা থেকেই সে জ্বালাও-পোড়াও কাজে লিপ্ত হয়।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১১