ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লসএঞ্জেলেসে ৫০টি গাড়ি পোড়ানের দায়ে যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, জানুয়ারি ৪, ২০১২

ঢাকা : গত কয়েকদিনে লসএঞ্জেলসে সিটিতে অন্তত: ৫০টি গাড়িতে আগুন দেওয়া  হয়। অপকর্মের দায়ে ২ জানুয়ারি ঐ দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়।



দুর্বৃত্তের নাম হ্যারি বুরখার্ট (২৪)। সে জার্মানের নাগরিক। গ্রেপ্তারের পর সে পুলিশকে জানিয়েছে যে, সে আমেরিকাকে প্রচন্ডভাবে ঘৃণা করে। সে ব্যবসা করে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়।

তবে আমেরিকায় ভ্রমণের অনুমতি নেয়ার সময় নিজেকে চেচনিয়ার অধিবাসী হিসেবে ডক্যুমেন্ট সাবমিট করেছে। জানা গেছে, তার মা যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পাননি বলে সে ক্ষুব্ধ। এ হিংসা থেকেই সে জ্বালাও-পোড়াও কাজে লিপ্ত হয়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।