ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শেভরনের বিরুদ্ধে ইকুয়েডরের আপিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, জানুয়ারি ৪, ২০১২
শেভরনের বিরুদ্ধে ইকুয়েডরের আপিল

টেক্সাকো: আমাজানে তেল দূষণের কারণে শেভরনের বিরুদ্ধে আদালতে আপিল করেছে ইকুয়েডরের এক নাগরিক। আপিলে তিনি শেভরনকে ক্ষতিপূরণ বাবদ এক হাজার আচশ বিশ কোটি মার্কিন ডলার জরিমানা দিতে হবে বলে উল্ল্যেখ করেন।



এ ব্যাপারে শেভরনের পক্ষ থেকে এটিকে অনৈতিক এবং মিথ্যাচার বলে অভিহিত করা হয়।

এর আগে টেক্সাকো ২০০১ সালে শেভরনের সাথে যুক্ত হয়ে অ্যামাজনের ইকুয়েডর অঞ্চলে বিষাক্ত রাসায়নিক পদার্থ ফেলার জন্য দোষি সাব্যস্ত হয়েছিল।

ওই ঘটনার জন্য ইকুয়েডরের আদালত ফেব্রুয়ারিতে শেভরনকে পাঁচশ নব্বই কোটি মার্কিন ডলার জরিমানা করেছিল। যা বিলম্বিত করায় পরবর্তীতে দ্বিগুন করা হয়েছিল।

একটি ‍আন্তর্জাতিক সংবাদ সংস্থার দেওয়া তথ্যানুযায়ী, আমাজান শহরের অদালত লিগো আগরিও থেকে বলা হয়, ‘নৈতিক অবস্থানের প্রেক্ষিতে এবিষয়ে একটি রুলিং জারি করা হয়েছে। যা ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি বিবেচনা করা হয়। ’

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।