ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে দুই-তৃতীয়াংশ বিনোদন অনুষ্ঠান সম্প্রচার বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, জানুয়ারি ৪, ২০১২

সাংহাই: চীনের সরকারি এক আদেশে দেশটির দুই-তৃতীয়াংশ বিনোদন অনুষ্ঠান বাতিল করা হয়েছে। চীনের প্রধান বার্তাসংস্থা জিনহুয়া এ তথ্য প্রকাশ করে।



জানুয়ারির ১ তারিখ থেকে এটি কার্যকর করা হয়েছে বলে দেশটির রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্র বিষয়ক প্রশাসন থেকে জানানো হয়।

এ ব্যাপারে কমিশন থেকে আরও বলা হয়, ‘আগে যেখানে প্রতি সপ্তাহে ১২৬ টি বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার করা হত এখন তা নেমে এসেছে ৩৬ টিতে। ’

পাশ্চাত্য সংস্কৃতি অনুপ্রবেশ রোধ করার জন্য দেশটির প্রেসিডেন্ট এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়।

জিনহুয়ায় আরও বলা হয়, ‘কমিউনিস্ট পার্টির এক ম্যাগাজিনে প্রকাশ করা হয়, প্রেসিডেন্ট হু জিনতু তাদের নিজেদের সেবার মান আরও বাড়ানোর জন্য তাগিদ দিয়েছেন। ’

আদেশটি জারি করা হয় গত বছরের অক্টোবরে। প্রেসিডেন্ট দেশটির ৩৪ টি স্যাটেলাইট চ্যানেলকে উদ্দেশ্য করে বলেন, ‘সপ্তাহে দুটির বেশি বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করা যাবে না। এছাড়াও এটি ৯০ মিনিটের বেশি হতে পারবে না। প্রচারের সময় হলো সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট থেকে রাত ১০ টার মধ্যে।

সম্প্রচারকারীদের বলা হয়, দিনে অন্তত দু ঘন্টা করে সংবাদ সম্প্রচার করা হবে। আর এই সংবাদ হতে হবে সকাল ৬ টা ও মধ্য রাতের মাঝে। এছাড়াও ৬ টা থেকে ১১ টার মধ্যে অন্তত দুইবার ৩০ মিনিট করে সংবাদ প্রচার করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।