ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীনের স্থানীয় সরকারের বিরুদ্ধে ৮৪০০ কোটি ডলার অনিয়মের অভিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, জানুয়ারি ৪, ২০১২
চীনের স্থানীয় সরকারের বিরুদ্ধে ৮৪০০ কোটি ডলার অনিয়মের অভিয়োগ

সাংহাই: চীনে স্থানীয় সরকারের বিরুদ্ধে ৮ হাজার ৪শ কোটি ডলারের অনিয়মের অভিযোগ তুলেছে দেশটির জাতীয় নিরীক্ষা অফিস।

নিরীক্ষা অফিস জানায়, নিয়ন্ত্রিত ঋণ নিশ্চয়তা, অতিরিক্ত জামানত, নিবন্ধিত পুঁজির হিসাবে প্রতারণা ও অনাদায়ী রেখে দেওয়া এই সব অভিযোগ এর মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে।



এই অভিযোগের পর এমন উদ্বেগ আরও বাড়ছে যে,  স্থানীয় সরকার হয়ত এমন ধরনের আরো অনেক নিয়ম বহির্ভূত ঋণ করে থাকতে পারে।

সরকারি হিসাবে দেখা যাচ্ছে, ২০১০ সালে স্থানীয় সরকার এক লাখ ৭০ হাজার কোটি ডলার ঋণ নিয়েছিল।

অবশ্য নিরীক্ষা অফিস এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সরকারের ঋণ ব্যবস্থাপনা আরও উন্নত করা এবং তাদের বাজেট ও আর্থিক ঝুঁকিগুলো চিহ্নিত করার একটি প্রস্তাব এ সংক্রান্ত একটি রাষ্ট্রীয় পরিষদ পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।