ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দিল্লিতে ভবন ধসে পাঁচজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, জানুয়ারি ৪, ২০১২
দিল্লিতে ভবন ধসে পাঁচজন নিহত

নয়াদিল্লি: ভারতের রাজধানী নয়াদিল্লির মুন্দকা এলাকার একটি ভবন ধসে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে চারজন।

ভবনটিতে একটি এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার পরই এ ঘটনা ঘটে।
 
দিল্লি পুলিশ জানায়, ‘স্থানীয় সময় সকাল সাতটা পচিঁশ মিনিটে রেলওয়ে কলোনি এলাকা মুন্দকাতে এঘটনা ঘটে। এসময় শ্রমিকরা খাবার রান্না করছিলো। ’

পুলিশ সূত্র আরও জানায়, ‘একতলা ভবনটির ভিত্তি এমনিতেই দূর্বল ছিল। সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গেই এটি ধসে পড়ে। ’

অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার কার্যক্রম চালিয়েছেন।
 
অগ্নি নির্বাপক বাহিনী থেকে জানানো হয়, ‘ঘটনাস্থলেই পাঁচজন শ্রমিক নিহত হয়েছে। ছাদ ধসে পড়াতেই তাদের মৃত্যু হয়েছে। আহতদের সঞ্জয় গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।