ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নিয়মিত সশস্ত্র বাহিনী গঠনের পথে লিবিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, জানুয়ারি ৪, ২০১২
নিয়মিত সশস্ত্র বাহিনী গঠনের পথে লিবিয়া

ত্রিপোলি: গৃহযুদ্ধ পরবর্তী লিবিয়া নিয়মিত সশস্ত্র বাহিনীর গঠনের পথে প্রথমবারের মতো একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিল।

মিসরাতার অবসরপ্রাপ্ত জেনারেল ইউসুফ আল মাকসুদকে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।



ত্রিপোলির রাজপথে দুই প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গ্রুপের সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনার পরে গত মঙ্গলবার এই উদ্যোগ নিল সরকার।

সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ দিন লিবিয়ার শাসন ক্ষমতা একক হাতে আঁকড়ে থাকা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এখন সবচে বড় চ্যালেঞ্জ এই বিদ্রোহীদের মধ্যকার দ্বন্দ্ব। এই সমস্যা দিন দিন বাড়ছেই। এখনও পর্যন্ত অনেকে অস্ত্র জমা দেয়নি। এ অবস্থায় নিয়মিত সশস্ত্রবাহনী গঠন জরুরি হয়ে পড়েছে।

গাদ্দাফির ধরা পড়া এবং মৃত্যুর পর দুই মাস পার হয়ে গেলেও লিবিয়ার বর্তমান ক্ষমতা বলতে গেলে সশস্ত্র গ্রুপগুলোর হাতেই।

তবে অন্তর্বর্তী সরকার এই সশস্ত্র গ্রুপগুলোকে একত্রিত করে নিয়মিত বাহিনী, পুলিশ এবং অন্যান্য বেসামরিক কর্মসংস্থানের মধ্যে অন্তর্ভূক্ত করার চিন্তা ভাবনা করছে। লিবিয়াতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা ফিরিয়ে আনতে এই কাজকে এখন অগ্রাধীকার ভিত্তিতে বিবেচনা করছে সরকার।

এদিকে সশস্ত্র গ্রুপগুলোর অনেক নেতা বলছেন, একটি সংগঠিত সেনা বাহিনী এবং প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম প্রস্তুত হয়ে গেলে তারা এর নেতৃত্ব ছেড়ে দেবেন।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।