ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সোমালিয়ায় দুর্ভিক্ষে ১০ হাজার মানুষের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫১, জানুয়ারি ১৬, ২০১২

ঢাকা: আফ্রিকার দেশ সোমালিয়ায় দুর্ভিক্ষের কারণে ১০ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত ৬ মাস আগে সেখানে খাদ্য সংকটের কথা ঘোষণা করা হয়েছিল।

সংস্থাটি বলছে, জুলাই-আগস্ট মাসে এ সঙ্কট আরো প্রকট আকার ধারণ করতে পারে।

সোমালিয়ায় জাতিসংঘের সাহায্যদাতার প্রধান মার্ক বাউডেন বিবিসিকে জানিয়েছেন, সেখানকার মানুষ পৃথিবীর সবচেয়ে বেশি পুষ্টিহীনতা ভুগছিল। এখনও ১০ লাখ মানুষ দুর্ভিক্ষের মধ্যে আছে। গত বছর ১০ হাজার মানুষ মারা গেছে। শিশুদের অপুষ্টিতে ভোগার মাত্রা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বেশি। অর্থাৎ ৫০ ভাগ শিশু মারাত্মকভাবে পুষ্টিহীনতায় ভুগছিল। তবে বর্তমানে কিছুটা কমলেও তা পরবর্তী ৬ থেকে ৭ মাস অব্যাহত থাকতে পারে।

২০ বছর ধরে দেশটিতে নিয়মতান্ত্রিক কোনো সরকার নেই। সেখানে রক্ষীবাহিনীর মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। এই সময়ে দেশটিতে ১ দশমিক ৩ বিলিয়ন মূল্যের সমান সাহায্য এসেছে।

বিবিসির আফ্রিকা বিষয়ক সম্পাদক মার্টিন প্লাউট বলেন, ভুক্তভোগীদের ভোগান্তি বিশাল। গত বছর খাবারের অনুসন্ধানের জন্য ১০ হাজারের বেশি মানুষ গ্রামে এবং ইথওপিয়া ও কেনিয়া সীমান্তে স্থান্তরিত হয়েছে। জাতিসংঘের মতে, ১ দশমিক ৫ মিলিয়ন মানুষ স্থানচ্যুত হয়েছে। সংস্থাটি ভেড়া, ছাগল ও উট পালনের জন্য অতিরিক্ত সাহায্য দেওয়ার আহ্বান জানিয়েছে যাতে তারা পুনরায় জীবন ধারণের জন্য বসবাস শুরু করতে পারে।
 
সাহায্য সংস্থা সাম্প্রতিক মাসে সাবধান করে দিয়েছে যে, কেনিয়ার সৈন্যদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে একটি সন্ত্রাসবাদী সংস্থা। সন্ত্রাসবাদী সংগঠন আল-সাবাব, যার সাথে আল-কায়েদার যোগসূত্র আছে, তাদেরকে বিভিন্ন অপহরণের জন্য দায়ী করা হচ্ছে। আল- সাবাব, যেটি দেশের মধ্য এবং দক্ষিণ এলাকা নিয়ন্ত্রণ করে, এজন্য পশ্চিমা অনেক দেশ সেখানে সাহায্য বন্ধ করে দিয়েছে। যদিও সংগঠনটি সন্ত্রাসবাদের অভিযোগ অস্বীকার করে আসছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।